বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

এবার ভূমধ্যসাগর থেকে আইএসের আস্তানায় রুশ ক্ষেপণাস্ত্র হামলা

এবার ভূমধ্যসাগরে থাকা সাবমেরিন থেকে সিরিয়ায় ইসলামিক স্টেটকে (আইএস) লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু এ কথা জানিয়েছেন। ভূমধ্যসাগরে  মোতায়েন রোস্তভ-অন-দন সাবমেরিন থেকে ক্যালিবার  ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয় বলে এ সময় জানান তিনি। এসব হামলায় আইএসের খনিজ তেলের অবকাঠামোসহ দুটি অস্ত্র গুদাম ও মাইন প্রস্তুতের একটি কারখানার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। তিনি বলেন, এর আগের তিন দিনে সিরিয়ায় রুশ বিমান বাহিনী তিনশরও বেশি অভিযানে প্রায় ৬০০ লক্ষ্যবস্তুতে  আঘাত  হেনেছে। সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদের পক্ষ হয়ে  সেপ্টেম্বরের শেষ দিক থেকে দেশটিতে আইএসের বিরুদ্ধে বিমান হামলা শুরু করে রাশিয়া। এএফপি।

 

সর্বশেষ খবর