রবিবার, ১৩ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

মোদির মন্তব্য উড়িয়ে দিচ্ছেন সোনিয়া

কলকাতা প্রতিনিধি

মোদির মন্তব্য উড়িয়ে দিচ্ছেন সোনিয়া

কংগ্রেস নেতৃত্বকে খোঁচা দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুক্রবার বলেছিলেন, ‘কারও কারও খামখেয়ালিপনা ও মর্জিতেও এখন অচল থাকছে সংসদ। পণ্য পরিসেবা বিল (জিএসটি) বলে নয়, আসল কথা মানুষের স্বার্থের সঙ্গে জড়িত বিলগুলো পাস হচ্ছে না।’ রাত পোহাতেই প্রধানমন্ত্রীর সেই কটাক্ষ তাচ্ছিল্যের সঙ্গে উড়িয়ে দিলেন সোনিয়া গান্ধী। বললেন, ‘উনি যা পারেন বলুন!’ আর রাহুল গান্ধী সরাসরি রাজনৈতিক চক্রান্তের অভিযোগ এনেছেন প্রধানমন্ত্রীর দফতরের বিরুদ্ধে।

এ মন্তব্যের পর ভারতের রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আগামীকাল থেকে সংসদে বিক্ষোভের তীব্রতা আরও বাড়বে। ফলে সরকার এবারও হয়তো অনেক বিলেই পাস করতে পারবে না। জিএসটি (গুডস অ্যান্ড সার্ভিস টেক্স) বিল নিয়ে চেষ্টা অবশ্য অব্যাহতই রেখেছে সরকার। বিলটি নিয়ে কংগ্রেসের সঙ্গে আলোচনার জন্য আগামীকাল বৈঠক ডেকেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। এদিকে কংগ্রেসের কৌশল নির্ধারণে গতকাল বৈঠক করেছে দলের নেতারা। সভায় সিদ্ধান্ত হয়েছে, সংসদে তারা ন্যাশনাল হেরাল্ড মামলা নিয়ে সরব হবে না। এ মামলায় সোনিয়া ও রাহুলসহ কংগ্রেসের ছয়জন নেতার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

সর্বশেষ খবর