রবিবার, ১৩ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

ভারতকে বুলেট ট্রেন বানিয়ে দিচ্ছে জাপান

কলকাতা প্রতিনিধি

বুলেট ট্রেন, অসামরিক পারমাণবিক শক্তি, প্রতিরক্ষা, প্রযুক্তি, শিক্ষাসহ দেশের পরিকাঠামো উন্নয়নে জাপানের সঙ্গে একাধিক চুক্তি স্বাক্ষর করল ভারত। গতকাল দিলি­র হায়দরাবাদ হাউসে এ চুক্তিতে স্বাক্ষর করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। এর আগে ভারতীয় শিল্পপতিদের সঙ্গে বৈঠক করেন জাপানের প্রধানমন্ত্রী। উপস্থিত ছিলেন ভারতীয় প্রধানমন্ত্রীও। উলে­খ্য, জাপানের প্রধানমন্ত্রী সিনজো আবে এখন ভারত সফর করছেন।  ভারতীয় প্রধানমন্ত্রী বলেন ‘কেবল দ্রুতগামী ট্রেনই নয়, জাপানের সঙ্গে বাণিজ্যসহ সব ক্ষেত্রে দ্রুতগতির বৃদ্ধি চায় ভারত। মোদির এ কথাকে সমর্থন জানিয়ে জাপানের প্রধানমন্ত্রী বলেন, একটা শক্তিশালী ভারত জাপানের জন্য খুবই ভালো।

জানা গেছে, ভারতে বুলেট ট্রেনের ক্ষেত্রে আর্থিক সহায়তা করবে জাপান। উচ্চগতিসম্পন্ন এ ট্রেনটি মুম্বাই ও আহমেদাবাদের মধ্যে চলাচল করবে।

সর্বশেষ খবর