শনিবার, ১৯ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

চেহারায় এত মিল হয় কীভাবে?

চেহারায় এত মিল হয় কীভাবে?

যমজ মানুষ বলতে আমরা জানি দুজনের হুবহু এক চেহারা। তাদের বাবা মাও এক হতে হয়। কিন্তু বাবা-মা আলাদা দেশও আলাদা এমন দুটি স্থানের দুজন মানুষ চেহারা হুবহু হয় কেমনে। হ্যাঁ, সত্যি এমন দুজনের দেখা পাওয়া গেছে। তারা তরুণী। নাম কেরি কাউন্টির শ্যানন লোনারগ্যান এবং সারা নর্ডস্ট্রম। লোনারগ্যানের বাড়ি আয়ারল্যান্ডে এবং সারা নর্ডস্ট্রমের বাড়ি সুইডেনে। তারা যমজ তো ননই, মা-বাবাও এক নন, এমনকি রক্তেও কোনো সম্পর্কই নেই তাদের মধ্যে। তবু তাদের চেহারায় এতটাই মিল বাবা নিজেই তার মেয়ে কোনজন তা চিহ্নিত করতে পারেননি! এদের একজনের বয়স ২১, অন্যজনের ১৭। ডেইলি মেইল জানিয়েছে, শ্যানন ও সারা অনলাইনে প্রথম পরিচিত হন। পরে ডাবলিনে দেখা করতে গিয়ে দুজনেই চমকে যান। তাদের চুল, মুখের গঠন থেকে শুরু করে সবকিছুই হুবহু একই রকম। প্রথম দেখা সম্পর্কে শ্যানন বলেন, ‘দরজা খুলেই আমি যখন দেখি সারা দাঁড়িয়ে আছে, তখন আক্ষরিক অর্থেই আমার হূিপণ্ড লাফ দিয়ে যেন মুখে উঠে এসেছিল! আমার আত্মা যেন উধাও হয়ে গিয়েছিল।’ তিনি বলেন, ‘আমাদের প্রকাশভঙ্গি, ঠোঁট বাঁকানো, হাসি সবই হুবহু একই রকম। মজার ব্যাপার হচ্ছে অনলাইনে দুজনের চেহারা মিলে যাওয়ার পর সুউডেন থেকে সারা বিমানে করে আয়ারল্যান্ড যান। আর দুজনের প্রথম দর্শনেও তারা কিংকর্তব্যবিমূঢ় হয়ে যায়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর