শনিবার, ১৯ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

সংক্ষেপে

মুক্তি পাচ্ছে ১৭ বন্দী

কিউবার গুয়ান্তানামো বে কারাগার থেকে আগামী সপ্তাহে ১৭ জন বন্দীকে মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র। বিবিসি বলছে, এই বন্দীদের মুক্তি দেওয়া হলে বিশ্বব্যাপী কুখ্যাতি পাওয়া বন্দী শিবিরটিতে কারাবন্দীর সংখ্যা ৯০ জনে নেমে আসবে। প্রতিরক্ষামন্ত্রী অ্যাস্টন কার্টারকে উদ্ধৃত করে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম বলছে, বন্দীমুক্তির বিষয়টি ইতিমধ্যে কার্টার মার্কিন কংগ্রেসকে জানিয়েছেন। বিবিসি।

বেইজিংয়ে ফের রেড অ্যালার্ট

বায়ুদূষণের কারণে চীনের রাজধানী বেইজিংয়ে গতকাল  দ্বিতীয় দফায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। আজ শনিবার  থেকে এটি কার্যকর হবে, চলবে মঙ্গলবার পর্যন্ত। এর আগে গত ৭ ডিসেম্বর প্রথম দফায় রেড অ্যালার্ট জারি করা হয়েছিল। ওই সময় বন্ধ করে দেওয়া হয়েছিল বিভিন্ন স্থানে চলা নির্মাণ কাজ ও শিক্ষাপ্রতিষ্ঠান। এ ছাড়া ব্যক্তিগত গাড়ি চলাচল ও কল-কারখানার উত্পাদনের কাজও সীমিত করা হয়। বিবিসি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর