মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

এবার একনায়কদের পক্ষে ট্রাম্প

এবার একনায়কদের পক্ষে ট্রাম্প

একের পর এক বেফাঁস মন্তব্য করেই যাচ্ছেন আগামী মার্কিন নির্বাচনে রিপাবলিকান পার্টির হয়ে প্রেসিডেন্ট পদে মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প। তার মতে, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ ‘একনায়ক’ এবং তার অভিমত, ‘আসাদের মতো একনায়কদের ক্ষমতা থেকে সরানো যুক্তরাষ্ট্রের উচিত হবে না।’ রবিবার এনবিসি-র ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। আর তার এই অভিমতকে সমর্থন জানিয়েছেন ডেমোক্র্যাট দলের মনোনয়নপ্রত্যাশী বার্নি স্যান্ডার্স। তিনিও ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এর আগে মুসলিমবিরোধী বক্তব্য দিয়ে আলোচনা-সমালোচনার শীর্ষ বিন্দুতে ছিলেন ট্রাম্প। মিট দ্য প্রেসে উভয় প্রার্থীই বলেছেন, লিবিয়ার মুয়াম্মার গাদ্দাফি ও ইরাকের সাদ্দাম হোসেন ক্ষমতায় থাকলে মধ্যপ্রাচ্য আরও কম বিশৃঙ্খল থাকত। এ দুজন ক্ষমতা হারানোর পর ওই অঞ্চলে বিভিন্ন চরমপন্থি গোষ্ঠীর আবির্ভাব ঘটেছে এবং ইসলামিক স্টেট (আইএস) যুক্তরাষ্ট্রের জন্য বড় ধরনের হুমকি হয়ে উঠেছে। ?ডেমোক্র্যাট দলীয় মনোনয়নপ্রত্যাশী স্যান্ডার্স বলেন, ‘গাদ্দাফি, সাদ্দাম এবং আসাদ ঠিক জায়গায় থাকলে ওই অঞ্চলটি আরও অনেক স্থিতিশীল থাকত।’ আলোচনার অন্য বিষয়গুলোতে এ দুজনের মতের  তেমন কোনো মিল না থাকলেও উভয়েই ২০০৩ সালে ইরাকে যুক্তরাষ্ট্রের চালানো দখল অভিযানকে ভুল মনে করেন তারা।

হিলারি মিথ্যাবাদী-ট্রাম্প : ডেমোক্র্যাটিক পার্টির মনোনয়নপ্রত্যাশী হিলারি ক্লিনটনের করা সমালোচনার জবাব দিতে গিয়ে তাকে তীব্র আক্রমণ করেছেন আলোচিত ডোনাল্ড ট্রাম্প। ওবামা প্রশাসনের সাবেক পররাষ্ট্রমন্ত্রীকে ‘মিথ্যাবাদী’ হিসেবে অভিহিত করেছেন ট্রাম্প। মুসলিমবিরোধী বক্তব্যের জন্য ওই বিতর্কে ট্রাম্পের নিন্দা ও সমালোচনা করেন হিলারি। হিলারির সমালোচনার জবাব দিতে গিয়ে রবিবার এনবিসি  টেলিভিশনের ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে চরম সমালোচনা করেন হিলারির। সাবেক ফার্স্টলেডি সম্পর্কে ট্রাম্প বলেন, হিলারি পাগলের মতো মিথ্যা বলেন। তিনি যে একজন মিথ্যাবাদী, তা সবার জানা। শনিবারের বিতর্কে হিলারি বলেছিলেন, ট্রাম্পই আইএসের পক্ষে নতুন সদস্য সংগ্রহের সবচেয়ে বড় অস্ত্র। এএফপি, বিবিসি।

সর্বশেষ খবর