মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

নাবালকের মুক্তির স্থগিতাদেশ খারিজ করল সুপ্রিমকোর্ট

দিল্লির নির্ভয়া ধর্ষণ

কলকাতা প্রতিনিধি

ভারতের সুপ্রিমকোর্টে খারিজ হয়ে গেল দিল্লিতে চলন্ত বাসে মেডিকেল ছাত্রী ধর্ষণে সাজাপ্রাপ্ত নাবালক ধর্ষকের মুক্তির ওপর স্থগিতাদেশের আর্জি। ওই নাবালক অপরাধীর মুক্তি ঠেকাতে শনিবার দেশটির শীর্ষ আদালতে স্পেশাল লিভ পিটিশন দাখিল করে দিল্লির মহিলা কমিশন। গতকাল ছিল তার শুনানি। এদিন শীর্ষ আদালতের অবকাশকালীন বেঞ্চ সেই স্থগিতাদেশের আর্জি খারিজ করে জানিয়ে দেয় আইন মেনেই নাবালক ধর্ষকের মুক্তি হয়েছে। অর্থাত্ ঘটনার সময় তার বয়স ১৮ বছরের কম হওয়ায় তিন বছরের জন্য (সর্বোচ্চ সাজা) জুভেনাইল কারাগারে বন্দী রাখা হয়েছিল। এখন তার সাজার মেয়াদ তিন বছর উত্তীর্ণ হওয়ার পরে তাকে মুক্তি দেওয়া হয়েছে। তার মুক্তির ওপর সুপ্রিমকোর্ট কোনোভাবেই হস্তক্ষেপ করতে পারে না। যদিও নাবালকের মুক্তির পরই দেশজুড়ে প্রতিবাদের ঝড় ওঠে। দিল্লিতে বিক্ষোভে অংশ নেন নির‌্যাতিতার বাবা-মাসহ কয়েক হাজার প্রতিবাদী মানুষ।

সর্বশেষ খবর