মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

মদের দোকান এবার হবে দুধের

কেউ মদ বেচে দুধ খান। কেউ দুধ বেচে মদ! বিহারে কিন্তু মদ নয়, দুধ বেচেই দুধ খাওয়া বা খাওয়ানোর আয়োজন করতে চাইছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। বিহারবাসীর নেশা ছোটাতে মদের বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করছেন নীতিশ। এবার মদের দোকানে বোতলের বদলে থরে থরে সাজানো থাকবে প্যাকেটবন্দী দুধ। মদের দোকানের কর্মচারীদের পুনর্বাসনে তাদের দুধ বিক্রির ব্যবসায় নামাতে চাইছেন তিনি। গত মাসে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরেই রাজ্যে মদ বিক্রিতে নিষেধাজ্ঞা জারির ঘোষণা দেন নীতিশ। আগামী এপ্রিল মাসের মধ্যে গ্রামীণ এলাকার সব দেশি মদের দোকান বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তার পরের প্রথম এক বছর শহর এলাকায় সরকারের পক্ষ থেকে হুইস্কি, রাম বা বিয়ার বিক্রি করা হবে। ২০১৮ সালের মধ্যে তা-ও বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দিল্লিতে জেডিইউয়ের সর্বভারতীয় বৈঠকে যোগ দিতে এসে নীতিশ গতকাল এই পরিকল্পনার কথা জানান। টাইমস অব ইন্ডিয়া।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর