মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

সংক্ষেপে

স্পেনে পপুলার পার্টির জয়

স্পেনের নির্বাচনে জয় লাভ করেছে ক্ষমতাসীন রক্ষণশীল পপুলার পার্টি। তবে দেশটির পার্লামেন্টের ৩৫০টি আসনের মধ্যে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ১৭৬টি আসন না পাওয়ায় পপুলার পার্টিকে এখন জোট সরকার গঠন করতে হবে। নির্বাচনে পপুলার পার্টি পেয়েছে ১২৩, সোশ্যালিস্ট পার্টি ৯০, পোডেমস পার্টি ৬৯ এবং লিবারেল সিউডাডানস পেয়েছে ৪০টি আসন। এএফপি

.

২১০০ কারখানা বন্ধ

চীনের বেইজিংয়ে প্রচণ্ড ধোঁয়াশা মোকাবিলায় দুই হাজার ১০০ কারখানায় উত্পাদন স্থগিত বা কমাতে নির্দেশ দিয়েছে সরকার। গতকাল এ নির্দেশ দেওয়া হয়। দেশটিতে সৃষ্ট ধোঁয়াশার কারণে গত শনিবার থেকে উচ্চ পর‌্যায়ের ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে। এ নিয়ে দ্বিতীয়বারের মতো এই রেড অ্যালার্ট জারি করা হলো। এএফপি

 

১১০ কুর্দি নিহত

তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে কুর্দি বিদ্রোহীদের বিরুদ্ধে দেশটির সামরিক বাহিনীর অভিযানের সপ্তম দিনে দুই পক্ষের মধ্যে সশস্ত্র লড়াই ছড়িয়ে পড়েছে। এ অভিযানের প্রথম ছয় দিনে ১১০ কুর্দি বিদ্রোহী নিহত হয়েছেন বলে জানিয়েছে তুর্কি নিরাপত্তা বাহিনী। অভিযানের প্রতিবাদে দেশটিতে বিক্ষোভও হচ্ছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর