বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

দিল্লিতে এজলাসে গুলি

এক পুলিশ নিহত

আদালতের এজলাসেই গুলিবর্ষণ! গতকাল সকালে ঘটনাটি ঘটেছে দিল্লির কড়কড়দুমা আদালতের এজলাসে। আচমকা ওই গুলিবর্ষণে আদালত প্রাঙ্গণে দায়িত্বরত এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। তাদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই ঘটনায় তিন হামলাকারীকে আটক করা সম্ভব হলেও একজন পালিয়ে গেছে।  পুলিশের বরাতে এনডি টিভি জানায়, বেলা ১১টার দিকে এক আসামিকে আদালতে তোলার সময় বন্দুকধারীরা গুলি ছুড়লে এ ঘটনা ঘটে। বিচারাধীন একটি মামলায় চেন্নু পাহলওয়ান ওরফে ইরফান নামের এক আসামিকে আদালতে নিয়ে যাওয়া সময় প্রতিদ্বন্দ্বী অপরাধী গোষ্ঠীর সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে বলে ধারণা করছে পুলিশ। নিহত পুলিশ সদস্যের নাম রাম কুমার। পুলিশের হেড কনেস্টেবল রাম ইরাফনকে নিয়ে তিনি আদালতে ৭৩ নম্বর রুমের দিকে এগুচ্ছিলেন। এ সময় রাম গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পুলিশের ইস্টার্ন রেঞ্জের যুগ্ম কমিশনার সঞ্জয় বেনিওয়াল বলেন, ‘অপরাধী দলটি আদালতে ঢুকে ইরফানকে দেখা মাত্রই গুলিবর্ষণ করে। সে আহত হয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ইরফানের সঙ্গে থাকা পুলিশ সদস্য নিহত হন। ইরফান অপর একটি অপরাধী দলের সদস্য। আহতাবস্তায় তাকে হাসপাতালে ভর্তি  করা হয়েছে।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর