বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

চীনের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি ভিয়েতনামের!

স্পার্টলি এবং প্যারাসেল দ্বীপপুঞ্জ নিয়ে আবার বিবাদে জড়িয়েছে কমিউনিস্ট পার্টি শাসিত দুই দেশ চীন ও ভিয়েতনাম। আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে দুই দেশ যুদ্ধের প্রস্তুতিও নিয়েছে। এই দ্বীপ দুটি নিয়ে ১৯৭৯ সালে দুই দেশের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধও হয়। কিন্তু কোনো সমাধান হয়নি। দক্ষিণ চীন সাগরে বেইজিংয়ের আধিপত্য নিয়ে এবার চীনের বিরুদ্ধে সরব হচ্ছে হ্যানয়। সম্প্রতি রাশিয়া থেকে অত্যাধুনিক ছয়টি সাবমেরিন যুদ্ধ জাহাজ কিনেছে ভিয়েতনাম। শুধু সমুদ্রপথে নজরদারি বাড়ানো নয়, কূটনৈতিক ক্ষেত্রেও বেশকিছু রদবদল নিয়ে আসা হবে বলেও সরকারিভাবে জানিয়েছে দেশটি। অস্ত্রশস্ত্র, প্রশিক্ষণ এবং গোয়েন্দা সহযোগিতার জন্য দিল্লি এবং মস্কোর কাছে নির্ভরশীল ভিয়েতনাম। উভয় তরফ থেকেই সাহায্য করার আশ্বাস দেওয়া হয়েছে বলে দাবি করেছেন ভিয়েতনামের এক উচ্চপদস্থ সরকারি কর্তা।

১৯৭৯ সালের যুদ্ধের পর প্রায় এক দশকজুড়ে অশান্তি লেগেছিল। ১৯৮৮ সালে ক্ষমতাবলে দক্ষিণ চীন সাগরের স্পার্টলি দ্বীপপুঞ্জ দখল করে নেয় বেইজিং। এমন পরিস্থিতিতে প্যারাসেল দ্বীপপুঞ্জের ওপর নিজের অধিকার রক্ষা এবং স্পার্টলি দ্বীপপুঞ্জের ওপর থেকে বেইজিং অধিকার সরাতে রণসজ্জা তৈরি করছে হ্যানয়। এএফপি।

সর্বশেষ খবর