বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

সংক্ষেপে

স্কুল ছাড়া মিলিয়ন শিক্ষার্থী

পশ্চিম আফ্রিকার জঙ্গি সংগঠন বোকো হারাম আতঙ্কে নাইজেরিয়াসহ এর প্রতিবেশী দেশগুলোর স্কুল থেকে ঝরে পড়েছে ১০ লাখেরও বেশি শিক্ষার্থী। জঙ্গিদের উপর্যুপরি হামলায় স্কুল বন্ধ হয়ে যাওয়া, আতঙ্কে শিক্ষার্থীদের স্কুলে না যাওয়ার প্রবণতাই এর জন্য দায়ী বলে মনে করছে জাতিসংঘ। মঙ্গলবার জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে। আল-জাজিরা।

 

যুক্তরাজ্যে পাওয়া কোরআন...

যুক্তরাজ্যের বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ে পাওয়া এক হাজার ৩৭০ বছরের পুরনো কোরআনের কপিটি মহানবী (সা.)-এর সাহাবি হজরত আবু বকরের (রা.) হতে পারে ধারণা করছেন বিশেষজ্ঞরা। যুক্তরাজ্যভিত্তিক দৈনিক ‘দি ইনডিপেনডেন্ট’ জানায়, সংযুক্ত আরব আমিরাতভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ‘মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম ফাউন্ডেশন ফর ইসলামিক স্টাডিজ’-এর ব্যবস্থাপনা পরিচালক জামাল বিন হুয়ারিব কোরআনটিকে হজরত আবু বকরের (রা.) মনে করছেন।

 

১০ শরণার্থীর মৃত্যু

অভিবাসী কিংবা শরণার্থীদের মৃত্যুর মিছিল থামছেই না। কিছুদিন পরপর এ মিছিলে যোগ হচ্ছে বহু শরণার্থী। আবারও এজিয়ান সাগরের তুর্কি উপকূলে শরণার্থীবাহী একটি নৌকা ডুবে শিশুসহ ১০ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া নিখোঁজ আরও দুজন। গতকাল গ্রিক দ্বীপ ফার্মাকোনিসির পূর্বে তুর্কি উপকূলে নৌকাটি ডুবে যায়। নিহতদের মধ্যে পাঁচ শিশু ও এক নারী শরণার্থী রয়েছেন। গত শুক্রবারও নৌকাডুবিতে অন্তত ১৮ জন শরণার্থীর প্রাণহানি ঘটে। এএফপি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর