রবিবার, ২৭ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

মিয়ানমারে ভূমিধসে অর্ধশতাধিক নিহত

মিয়ানমারে ভূমিধসে অর্ধশতাধিক নিহত

এক মাসের ব্যবধানে মিয়ানমারের খনি এলাকায় দ্বিতীয় ভূমিধসের ঘটনায় অর্ধশতাধিক মানুষের প্রাণহানি ঘটে। এ ঘটনায় আরও বহুসংখ্যক নিখোঁজ রয়েছে। চীন ও ভারতীয় সীমান্তের মধ্যবর্তী মিয়ান-মারের উত্তরাঞ্চলীয় কাচিন রাজ্যের পাকান্ত এলাকায় শুক্রবার এ ঘটনার পর পাঁচজনকে উদ্ধার করা হয়েছে বলে স্থানীয় এক খনি শ্রমিক জানিয়েছেন।

পাকান্তের প্রশাসনিক কর্মকর্তা নিলার মিয়ান্ত বলেন, কাদা ও পাথরের মধ্যে উদ্ধারকাজ চলছে। এখন পর্যন্ত কতজন মারা গেছেন তা নিশ্চিত নয়। দেশটির শত কোটি ডলারের ‘জেইড’ পাথরের খনিটি শক্তিশালী সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। এ এলাকার একজন খনি শ্রমিক সাই লোন গতকাল রয়টার্সকে বলেন, ‘খনির ধসে পড়া আবর্জনার নিচে ৫০ জন চাপা পড়েছে বলে শুনেছি। সকালে শোনলাম সেখান থেকে চার বা পাঁচজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মোহনিন জেলার পাকান্ত পুলিশ ভূমিধসের ঘটনা জানালেও হতাহতের সংখ্যা নিশ্চিত করতে পারেনি। ওই থানার এক পুলিশ কর্মকর্তা বলেন, উদ্ধারকারী দলের কাছ থেকে এখনো কোনো খবর পাইনি আমরা। গত ২২ নভেম্বর কাচিনের একই পার্বত্য এলাকায় বড় ধরনের একটি ভূমিধসের ঘটনায় ১১৪ জন নিহত হয়। বিশ্বের সবচেয়ে উন্নত মানের ‘জেইড’ পাথরগুলোর কিছু মিয়ানমারের এ এলাকায় পাওয়া যায়। এএফপি।

সর্বশেষ খবর