মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

রামাদির নিয়ন্ত্রণ ইরাকি বাহিনীর

রামাদিকে ফের নিজেদের দখলে নিল ইরাকি বাহিনী। বেশ কিছু দিন ধরেই ইরাকের পুরনো এ সরকারি চত্বর দখল করে রেখেছিল আইএস জঙ্গিরা। সেখান থেকেই যাবতীয় কাজকর্ম চালাত ওই জঙ্গি সংগঠন। তবে ইরাকি সেনাবাহিনীর সাম্প্রতিক আক্রমণ আর প্রতিহত করতে পারেনি তারা। তাদের সব প্রতিরোধ ভেঙে দিয়ে রামাদি পুনর্দখল করে ইরাকি সেনাবাহিনী। সেনার এক মুখপাত্র জানিয়েছেন, গোটা চত্বর সম্পূর্ণভাবে তাদের নিয়ন্ত্রণে রয়েছে। কোথাও কোনো জঙ্গির চিহ্নমাত্র নেই। তবে এ এলাকার প্রধান একটি ভবনের নানান জায়গায় জঙ্গিরা বোমা পুঁতে রেখেছে বলে মনে করা হচ্ছে। তার মতে, এ ঘটনা শহর এলাকায় আইএস জঙ্গিদের পতনের প্রমাণ। তবে কোনো কোনো জায়গায় বিচ্ছিন্নভাবে আইএসের ছোটখাটো ঘাঁটি থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ওই মুখপাত্র। বাগদাদ থেকে মাত্র ৫৫ মাইল পশ্চিমে অবস্থিত সুন্নি অধ্যুষিত এ শহরটি গত মে মাসে আইএসের নিয়ন্ত্রণে চলে যায়; যা ইরাকি সেনাবাহিনীর জন্য একটি বিব্রতকর পরাজয় হিসেবেই বিবেচিত হয়ে আসছিল। এএফপি।

সর্বশেষ খবর