মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

সংক্ষেপে

পথ ভুলো বিমান!

নির্ধারিত পথ হারিয়ে ফেলেছিল বিমানটি। এরপর প্রায় এক ঘণ্টা ভুল পথে উড়ে মালয়েশিয়ান এয়ারলাইনসের ওই বিমানটি। ২৫ ডিসেম্বর বড়দিনের দিন এ ঘটনা ঘটে। স্থানীয় সময় রাত ২টা ২৩ মিনিটে নিউজিল্যান্ডের অকল্যান্ড থেকে কুয়ালালামপুরের উদ্দেশে ছেড়ে যায় মালয়েশিয়ান এয়ারলাইনসের একটি এয়ারবাস। ফ্লাইট নম্বর এমএইচ ১৩২। ফ্লাইটটির নির্ধারিত পথ ছিল অস্ট্রেলিয়ার ওপর দিয়ে  সোজা উত্তর-পশ্চিম দিকে। কিন্তু রাডার থেকে পাওয়া তথ্যে  দেখা যায়, উড়োজাহাজটি আকাশে ওড়ার পর নির্ধারিত পথে না গিয়ে প্রায় এক ঘণ্টা এটি দক্ষিণ দিকে চলেছে। এএফপি।

 

লাদেনের দেহরক্ষীর মৃত্যু

তিনি ছিলেন আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেনের দেহরক্ষী। নাম নাসের আল-বাহরি। তিনি শনিবার মারা গেছেন। তিনি আবু জান্দাল নামেও পরিচিত। শনিবার ইয়েমেনের দক্ষিণের শহর মুকাল্লার একটি হাসপাতালে মারা গেছেন, বলে বিবিসিকে জানিয়েছে হাসপাতাল সূত্র। তিনি দীর্ঘ দিন ধরে নানা রোগে ভুগছিলেন। নব্বইয়ের দশকে বসনিয়া, সোমালিয়া এবং আফগানিস্তানে জঙ্গি হামলার সঙ্গে আল-বাহরি সরাসরি সম্পৃক্ত ছিলেন। ওসামা-বিন লাদেন যখন আফগানিস্তানে ছিলেন তখন আল-বাহরি তার ব্যক্তিগত গাড়ির চালক হিসেবেও কাজ করেছেন। বিবিসি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর