মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

বন্যায় ভাসছে ব্রিটেন, ঝড়ে কাঁপছে যুক্তরাষ্ট্র

বছরের শেষে এসে চরম প্রাকৃতিক সংকটে পড়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। বৃষ্টি, ঝড়, বন্যায় বিপর্যস্ত ব্রিটেন আর বন্যা সঙ্গে তুমুল ঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্র।

বন্যা পরিস্থিতি সামাল দিতে জরুরি বৈঠক ডাকেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। বন্যার ফলে উত্তর ইংল্যান্ডের অবস্থা আরও খারাপ হয়েছে। জারি করা হয়েছে প্রায় ১০০-টিরও বেশি সতর্কবার্তা। ইয়র্কের আউসি নদী এবং ফস নদী সংলগ্ন প্রায় সাড়ে তিন হাজার পরিবারের সদস্যকে নিরাপদ এলাকায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

অন্য দিকে, যুক্তরাষ্ট্রের উত্তর টেক্সাসের ডালাসে টর্নেডোর জেরে প্রাণহানি হয়েছে অন্তত ১১ জনের। ডালাস পুলিশ জানিয়েছে, গার্ল্যান্ড এলাকাই সব চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। ছয়টি টর্নেডো আছড়ে পড়ে টেক্সাসে এবং একটি ওকলাহামায়। টর্নেডোর জেরে উড়ে গেছে বহু গাড়ি। লণ্ডভণ্ড হয়েছে পার্ক, গাছপালা, লোকালয়। এএফপি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর