বুধবার, ৩০ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

‘অখণ্ড ভারত’ তত্ত্ব থেকে দূরে থাকছে বিজেপি

‘অখণ্ড ভারত’ তত্ত্ব থেকে দূরে থাকছে বিজেপি

ভারতের ক্ষমতাসীন বিজেপির প্রভাবশালী নেতা রাম মাধব সম্প্রতি মন্তব্য করেছেন বাংলাদেশ, পাকিস্তান ও ভারত মিলে আবার এক অখণ্ড ভারত গড়ে তোলা সম্ভব হবে। তার এ মন্তব্যের পর আলোচনার ঝড় বইছে। তবে তার এ মন্তব্যের পর বিজেপির পক্ষ থেকে সেটাকে তার ব্যক্তিগত মত বলে বর্ণনা করা হয়েছে। যদিও বিজেপির আদর্শিক অভিভাবক বলে পরিচিত আরএসএস দাবি করছে, ‘অখণ্ড ভারত’ কোনো অবাস্তব কল্পনা নয়। আর ভারতের বিরোধী দল কংগ্রেস এ ভাবনাকে ভারতের কূটনীতির জন্য চরম বিপর্যয় বলেই মনে করছে। বিজেপির সাধারণ সম্পাদক রাম মাধব সপ্তাহ তিনেক আগে আল-জাজিরা টেলিভিশন চ্যানেলে অখণ্ড ভারত নিয়ে তার চিন্তাভাবনার কথা বলেছিলেন। এরপর ওই মতামতের ব্যাপারে বিবিসি থেকে রাম মাধবকেই জিজ্ঞেস করা হয় অখণ্ড ভারত নিয়ে এখন আরএসএসের মনোভাব কী? উত্তরে তিনি স্পষ্ট বলেন, মাত্র ৬০ বছর আগে ঐতিহাসিক কারণে যে ভৌগোলিক ভূখণ্ডগুলো আলাদা হয়েছিল, আরএসএস বিশ্বাস করে মানুষের ইচ্ছাতেই তা আবার এক হয়ে অখণ্ড ভারত গড়ে উঠতে পারে। তিনি আরও বলেন, ‘একজন আরএসএস সদস্য হিসেবে আমিও তা মনে করি। তবে তার মানে এই নয় যে, এর জন্য আমরা কোনো দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব বা কোনো দেশ দখল করে নেব।’ বিজেপির জাতীয় মুখপাত্র এম জে আকবর বলেন, ‘ভারত ও পাকিস্তান কিন্তু দুটো সার্বভৌম দেশ হিসেবেই পরস্পরের সঙ্গে আলাপ-আলোচনা করে থাকে। আর সেটাই বাস্তব। সাবেক প্রধানমন্ত্রী বাজপেয়িজি লাহোর গিয়েও ঠিক এ কথাটাই বলেছিলেন। রাম মাধবের কোনো ব্যক্তিগত মত থাকতেই পারে, কিন্তু আমি মনে করি না সরকারের অবস্থান নিয়ে এখানে কোনো ব্যাখ্যা দেওয়ার দরকার আছে।’ কংগ্রেস নেতা মনীশ তিওয়ারি যদিও মনে করছেন  ভারতের কূটনীতির জন্য এর চেয়ে খারাপ কিছু আর হতে পারে না। বিবিসি।

সর্বশেষ খবর