শিরোনাম
বুধবার, ৩০ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা
নববর্ষে হামলা পরিকল্পনা

বেলজিয়ামে গ্রেফতার ২

নতুন বছর শুরুর আগে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে হামলা চালানোর পরিকল্পনায় জড়িত সন্দেহে দুজনকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। রবি ও সোম দুই দিন ধরে পুলিশ ব্রাসেলসসহ ফ্লেমিশ, ব্রাবান্ট ও লিজ প্রদেশে তল্লাশি চালায়। এ অভিযানে পুলিশ সামরিক পোশাক, কম্পিউটারের যন্ত্রপাতি উদ্ধার করেছে। তবে কোনো অস্ত্র বা বিস্ফোরক পায়নি। ১৩ নভেম্বরে প্যারিসে জঙ্গি হামলার পর থেকেই বেলজিয়াম উচ্চ সতর্কাবস্থায় রয়েছে। গ্রেফতার হওয়া একজন একটি সন্ত্রাসী সেলের নেতৃত্ব দিচ্ছে এবং লোক নিয়োগ করছে বলে সন্দেহ করা হচ্ছে।

ভারতের সতর্কতা : নতুন বছরের শুরুতেই সন্ত্রাসী হামলা হতে পারে এ আশঙ্কায় ভারতজুড়ে সতর্কতা জারি করা হলো। দেশটির ইন্টেলিজেন্স ব্যুরো (আইবি) থেকে ইতিমধ্যেই সব রাজ্য সরকারকে সতর্ক করে দেওয়া হয়েছে। ২০০৮ সালে মুম্বাই হামলার ধাঁচেই নতুন বছরের শুরুতে এ হামলা সংঘটিত করতে পারে পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার (এলইটি) সদস্যরা। কলকাতা প্রতিনিধি ও বিবিসি।

সর্বশেষ খবর