বুধবার, ৩০ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

সংক্ষেপে

জেলে যাচ্ছেন ওলমার্ট

ঘুষ নেওয়ার অপরাধে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টের ১৮ মাসের জেল হয়েছে। দেশটির সর্বোচ্চ আদালত এই রায় দিয়েছেন। গত বছর দেশটির  একটি নিম্ন আদালত ওলমার্টকে ছয় বছর কারাদণ্ড দিয়েছিলেন। এই রায়ের বিরুদ্ধে তিনি আপিল করলে মামলাটি সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায়। শেষ পর্যন্ত সুপ্রিম  কোর্টে তার সাজার মেয়াদ কমিয়ে ১৮ মাস করে। আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে তার সাজার মেয়াদ শুরু হবে। এএফপি।

ব্যয় ৩২ বিলিয়ন ইউরো

দেশে প্রবেশ করা শরণার্থীদের পুনর্বাসনে ২০১৬ সালে ৩২ দশমিক ৩ বিলিয়ন ইউরো (২ লাখ ৭৯ হাজার টাকা) ব্যয়ের পরিকল্পনা করছে জার্মানির কেন্দ্রীয় ও রাজ্য সরকারগুলো। গতকাল দেশটির জাতীয় দৈনিক ‘ডিয়ে ওয়েল্ট’ এ তথ্য জানিয়েছে। খবরে জানান হয়, শরণার্থীদের পুনর্বাসনে রাজ্য সরকারগুলো ১৭ বিলিয়ন ইউরো (১ লাখ ৪৭ হাজার কোটি টাকা) ব্যয়ের পরিকল্পনা করেছে। আর কেন্দ্র সরকার পরিকল্পনা করেছে ১৫ দশমিক ৩ বিলিয়ন ইউরো (১ লাখ ৩২ হাজার কোটি টাকা) ব্যয়ের।

পাকিস্তানে নিহত ২১

পাকিস্তানে একটি সরকারি কার্যালয়ে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২১ জন নিহত এবং ৭০ জনের বেশি মানুষ আহত হয়েছে। পাখতুনখাওয়া প্রদেশের মারদান এলাকার ‘ন্যাশনাল ডাটাবেজ অ্যান্ড রেজিস্ট্রেশন অথরিটি’ (নাডরা) বা পাকিস্তানের জাতীয় পরিচয়পত্র কর্তৃপক্ষের শাখা অফিসে এ বোমা হামলা হয়। দ্য ডন

ইবোলামুক্ত গিনি

গেল বছর সারা বিশ্বে বিশেষ করে আফ্রিকায় ভয়াবহ রোগ ছিল ইবোলা। আর এই রোগ মহামারি আকারে ছড়িয়ে পড়ার প্রায় দুই বছর পর গিনিকে ইবোলামুক্ত ঘোষণা দিতে যাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কনসার্ট এবং আতশবাজি পোড়ানোর মধ্য দিয়ে এই ঘোষণাকে স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছে গিনির সাধারণ মানুষ। ইবোলায় শুধু গিনিতেই প্রায় আড়াই হাজার মানুষ মারা গেছেন এবং পার্শ্ববর্তী সিয়েরালিওন ও লাইবেরিয়ায় মৃতের সংখ্যা আরও প্রায় ৯ হাজার। গত নভেম্বরে সিয়েরালিওনকে ইবোলামুক্ত ঘোষণা করা হয়। বিবিসি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর