রবিবার, ৩ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

সংক্ষেপে

সেনা ঘাঁটিতে হামলা

ইরাকের রামাদি শহরের কাছে দেশটির সেনাবাহিনীর একটি ঘাঁটিতে হামলা চালিয়েছে ইসলামিক স্টেট বা আইএসের জঙ্গিরা। সপ্তাহখানেক আগে রামাদি শহরের নিয়ন্ত্রণ নেয় সরকারি বাহিনী। এরপর থেকে সরকারি বাহিনীর ওপর আইএস জঙ্গিদের এটিই বড় কোনো হামলা। বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এ ঘটনায় অন্তত ৬০ জন সরকারি সেনা নিহত হয়েছে। সেনাবাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, তথাকথিত ইসলামিক জঙ্গি গোষ্ঠী আইএসের জঙ্গিরা সরকারি সেনাদের ওপর আত্মঘাতী গাড়িবোমা হামলা করেছে। বিবিসি

বিএসএফ জওয়ান গ্রেফতার

চলন্ত ট্রেনে ১৪ বছর বয়সী এক কিশোরীকে গণধর্ষণের ঘটনায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পলাতক দুই জওয়ানকে গ্রেফতার করেছে দেশটির রেল পুলিশ। শুক্রবার সন্ধ্যায় আসামের গুয়াহাটি থেকে এই দুজনকে  গ্রেফতার করা হয়। গতকাল তাদের কলকাতায় নেওয়া হয়। হাওড়ার রেল পুলিশ জানিয়েছে, পবনের বাড়ি বিহারের হাজিপুরে। আর বাবলুর বাড়ি উত্তর প্রদেশের ফৈজাবাদে।

কলকাতা প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর