সোমবার, ৪ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

ভারত-বাংলাদেশ সীমান্ত সিল করে দেওয়া হবে

রাজনাথের ঘোষণা

কলকাতা প্রতিনিধি

২০১৬ সালের মধ্যেই বাংলাদেশ-আসাম (ভারত) আন্তর্জাতিক উন্মুক্ত সীমান্ত সিল করে দেওয়া হবে বলে ঘোষণা দিলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। গতকাল আসামের সীমান্তবর্তী করিমগঞ্জ সেক্টরে পরিদর্শনের পর রাজনাথ এ কথা বলেন। দুই দিনের সফরে আসাম আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সকালে করিমগঞ্জের স্টিমারঘাট বর্ডার আউটপোস্ট (বিওপি) পরিদর্শন করেন তিনি। সীমান্ত পরিদর্শনের পর তিনি বলেন ‘বাংলাদেশের সঙ্গে আসামের আন্তর্জাতিক সীমান্ত বরাবর উন্মুক্ত সীমান্ত চলতি বছরের মধ্যেই সিল করে দেওয়া হবে। যদিও এই উন্মুক্ত সীমান্ত আরও আগেই সিল করে দেওয়া উচিত ছিল বলেও জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গেই এদিন ছিলেন দেশটির কেন্দ্রীয় যুব কল্যাণমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, বিজেপির স্থানীয় নেতৃত্ব, অল আসাম স্টুডেন্টস ইউনিয়ন (আসু)’-এর প্রধান উপদেষ্টা সমুজ্জ্বল ভট্টাচার্য, সভাপতি দীপন নাথ দলের অন্যান্য নেতারা। সীমান্ত পরিদর্শনের পর করিমগঞ্জের রামকৃষ্ণনগরে একটি জনসভায় অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সর্বশেষ খবর