সোমবার, ৪ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

রাশিয়ার হুমকি যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রকে প্রথমবারের মতো জাতীয় নিরাপত্তার জন্য অন্যতম হুমকি হিসেবে দেখছে রাশিয়া। দেশটির নিরাপত্তা কৌশলসংক্রান্ত একটি নথিতে যুক্তরাষ্ট্রকে হুমকি হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। আর এতে করে রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কের তিক্ততা সহজেই অনুমান করা যায়। নতুন বছরের শুরুতেই দেশটির জাতীয় নিরাপত্তা বিষয়ক অ্যাবাউট দ্য স্ট্র্যাটেজি অব ন্যাশনাল সিকিউরিটি অব রাশিয়ান ফেডারেশনের একটি নথিতে স্বাক্ষর করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ২০০৯ সালে তৈরি ওই নথিটির নতুন সংস্কার হচ্ছে বর্তমান এই নথিটি। তবে এর আগে যে নথিটি ছিল সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র বা ন্যাটোকে নিরাপত্তার জন্য হুমকি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়নি। ওই নথিতে বলা হয়েছে, রাশিয়া বৈশ্বিক সমস্যা এবং আন্তর্জাতিক সংঘাত নিয়ন্ত্রণে নিজেদের শক্ত অবস্থান রাখতে সমর্থ হয়েছে। আর এ কারণে অনেক পশ্চিমা  দেশই মতবিরোধ দেখিয়েছে। এএফপি।

সর্বশেষ খবর