শুক্রবার, ২২ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

ফরাসি প্রেসিডেন্টকে হুমকি দিয়ে বেঙ্গালুরুতে চিঠি

কলকাতা প্রতিনিধি

২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবস। এবারের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে প্রধান অতিথি থাকার কথা ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদের। এ জন্য ২৪ জানুয়ারি তিন দিনের সফরে ভারতে আসছেন তিনি। কিন্তু তার সফরের আগে বেঙ্গালুরুর ফরাসি দূতাবাসে তাকে জীবননাশের হুমকি দিয়ে চিঠি পাঠানো হয়েছে। যেটি আইএসের পক্ষ থেকে পাঠানো হয়েছে চেন্নাই থেকে। গত বছরের নভেম্বরে প্যারিসে আইএসের ভয়াবহ হামলায় প্রাণ হারান ১৩০ জন। প্রজাতন্ত্র দিবসের আগে আইএস হুমকি নিয়ে চিন্তিত ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ওলাঁদের ভারত সফরের আগে ইসলামিক স্টেট দেশটিতে বড়সড়ো নাশকতার ছক কষছে বলে খবর ছিল কেন্দ্রীয় গোয়েন্দা দফতরের কাছে। এ জন্য গত কয়েক দিন সারা দেশেই এ নিয়ে ব্যাপক ধরপাকড় চলছে। গতকাল আইএসের সঙ্গে জড়িত থাকার সন্দেহে উত্তরাখণ্ড থেকে গ্রেফতার করা হয় চার যুবককে।

সর্বশেষ খবর