বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

নতুন আতঙ্ক জিকা ভাইরাস ছড়িয়ে পড়ছে গোটা বিশ্বে

নতুন আতঙ্ক জিকা ভাইরাস ছড়িয়ে পড়ছে গোটা বিশ্বে

আমেরিকা মহাদেশের পর এবার ভয়ঙ্কর রোগ জিকা হানা দিয়েছে অস্ট্রেলিয়া-ইউরোপে। ছড়িয়ে পড়ছে গোটা বিশ্বে। ভয়াবহ এই রোগের কারণ মশা। একেবারেই অচেনা রোগ। রোগের উপসর্গও খুব অস্পষ্ট। ফলে এই রোগে আক্রান্ত হলে বোঝা যাচ্ছে না সহজে। কুরে কুরে মস্তিষ্ক শেষ করে দিচ্ছে জিকা ভাইরাস। এই রোগের সবচেয়ে ভয়াবহ বিস্তার ঘটেছে ব্রাজিলে। এই রোগের কারণে দেশটিতে ছোট মাথা নিয়ে অনেকটা প্রতিবন্ধীর মতো অন্তত ৪০০০ শিশুর জন্ম হয়েছে। যে রোগের নাম মাইক্রোসেফ্যালি। জিকা ভাইরাসের প্রভাব সবচেয়ে বেশি দেখা দিয়েছে অন্তঃসত্ত্বা মহিলাদের ওপর। সেই মায়ের গর্ভে থাকা অবস্থাতেই আক্রান্ত হচ্ছে সন্তানও। সেই সন্তান জন্ম নিচ্ছে মাইক্রোসেফ্যালিতে আক্রান্ত হয়ে। অর্থাত্ ওই নবজাতকদের মাথা শরীরের তুলনায় অস্বাভাবিক রকম ছোট আকারের হচ্ছে। চিকিত্সকরা বলছেন অসম্পূর্ণ মস্তিষ্ক নিয়ে জন্মানো এই শিশুদের জীবনভর সেই অস্বাভাবিকতা নিয়েই বাঁচতে হবে। জিকায় আক্রান্ত হলে জ্বর হয়। সঙ্গে গায়ে সামান্য র্যাশ বেরোতে পারে। এএফপি

সর্বশেষ খবর