বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

বিশ্ব ধ্বংসের শেষ প্রান্তে!

বিশ্ব ধ্বংসের শেষ প্রান্তে!

গত বছর গোটা বিশ্বজুড়ে হুজুগ উঠেছিল ‘বিশ্ব শেষ হয়ে যাবে’। বাস্তবে তা গুজবেই ছিল। কিন্তু এখন ‘ডুমসডে ক্লোক’ ভিত্তিক বিজ্ঞানীরা বলছেন, এখনো বিশ্ব আকস্মিক বিপর্যয়ের মুখে আছে। নির্দিষ্ট করে বলতে গেলে, আর মাত্র তিন মিনিটের দূরত্ব। ঘড়ির কাঁটা ঠিক রাত ১১টা বেজে ৫৭ মিনিট। ১২টা বাজতে মাত্র তিন মিনিট বাকি। রাত ১২টা বাজার অর্থই হলো পৃথিবীর ধ্বংস। ডুমসেড ক্লক সে কথাই বলছে। ডুমসেড ক্লক পৃথিবীর শেষ দিনের প্রতীক এই ঘড়ি। পৃথিবী নামের আমাদের গ্রহকে ঘিরে ঘনিয়ে ওঠা নানা বিপদের মাত্রা অনুযায়ী চলাফেরা করে এই ঘড়ির কাঁটা। মঙ্গলবার রাতে ‘বুলেটিন অব অ্যাটমিক সায়েন্টিস্টস’ জানিয়েছে, ডুমসেড ক্লকের কাঁটা এখন রাত ১১টা বেজে ৫৭ মিনিটে। ১৬ জন নোবেলজয়ীসহ বিশিষ্ট বিজ্ঞানী এবং বিশেষজ্ঞ নিয়ে গঠিত একটি প্যানেল প্রতি বছর নির্ধারণ করেন, ডুমসেড ক্লকের কাঁটা ঠিক কোথায় থাকবে। ১৯৪৭ সাল থেকেই এই প্রথা চলে আসছে। ১৯৫৩ সালে এই ঘড়ির কাঁটা মধ্যরাতের সবচেয়ে কাছাকাছি পৌঁছে ১১টা ৫৮ মিনিটে। আন্তর্জাতিক পরিস্থিতি বদলাতে থাকায়  সেই কাঁটা আবার পেছাতে পেছাতে ১৯৯১ সালে ১১টা ৪৩ মিনিটেও চলে আসে। পরিস্থিতি ফের ঘোর বিপদের পথে। তাই গত ২০ বছরের মধ্যে এ বার ডুমসেড ক্লকের কাঁটা পৃথিবী ধ্বংসের ক্ষণের সবচেয়ে কাছে পৌঁছল। এএফপি।

সর্বশেষ খবর