বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

ভারত এগোচ্ছে, আমেরিকা পেছাচ্ছে : ট্রাম্প

ভারত এগোচ্ছে, আমেরিকা পেছাচ্ছে : ট্রাম্প

বিতর্কিত মন্তব্য করার জুড়ি মেলা ভার আগামী মার্কিন নির্বাচনে রিপাবলিকান দলের হয়ে মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পের। তবে এবার তিনি ভারতের প্রশংসায় পঞ্চমুখ। সিএনএনকে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি বলেন, সবকিছুতে দ্রুত এগিয়ে যাচ্ছে ভারত। কিন্তু আমেরিকা দিন দিন পিছিয়ে যাচ্ছে।

রিপাবলিকান পার্টির প্রার্থী হওয়ার দৌড়ে নেমে ট্রাম্প এখন ছুটে বেড়াচ্ছেন গোটা আমেরিকায়। ইতিমধ্যে বিভিন্ন বিতর্কিত মন্তব্য করে একাধিকবার শিরোনামে এসেছেন। সোমবার ওই সাক্ষাত্কারে ট্রাম্প বলেন, ‘ভারত দারুণ এগোচ্ছে। কেউ তাদের কথা বলছে না। কিন্তু ভারত সত্যিই খুব উন্নতি করছে।’

ভারত সম্পর্কে এর আগে কখনো মন্তব্য করেননি ট্রাম্প। চীন, জাপান, মেক্সিকোসহ বিভিন্ন দেশের কথা ট্রাম্পের ভাষণে ঘুরেফিরে এসেছে। কিন্তু এসব দেশের প্রশংসা নয়, নিন্দা শোনা গেছে তার মুখে। আলাদা করে ভারতের কথা ট্রাম্পের মুখে এই প্রথম শোনা গেল এবং সবাইকে চমকে দিয়ে ভারতের ভূয়সী প্রশংসায় মাতলেন তিনি। আমেরিকার ক্রমশ অবনতি হচ্ছে বলেও মনে করছেন রিপাবলিকান টিকিট প্রত্যাশী ট্রাম্প। তার কথায়, ‘অর্থনৈতিক মাপকাঠিতেও এখন হঠাত্ সবাই চীন, ভারত এবং অন্যান্য দেশের কথা আলোচনা করছে। আমেরিকার অনেক অবনতি হয়েছে। এটা খুব দুঃখের বিষয় যে, আমাদের আর কেউ সম্মান করে না।’

সর্বশেষ খবর