বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা

নেপালে বিমান বিধ্বস্ত ২৩ আরোহী নিহত

প্রতিদিন ডেস্ক

নেপালে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ২৩ আরোহী নিহত হয়েছেন। বিমানটি নেপালের পোখারা থেকে জমসম যাচ্ছিল। দুর্গম পাহাড়ি এলাকায় এটি বিধ্বস্ত হয়। এর আগে জানানো হয়েছিল বিমানটি নিখোঁজ হয়েছে। কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, গতকাল সকালে পোখারা রওনা হওয়ার ১০ মিনিটের মাথায় তারা এয়ারের ভাইকিং নাইন-এন এএইচএইচ টুইন অটার উড়োজাহাজটির সঙ্গে নিয়ন্ত্রণ কক্ষের  যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। হিমালয় পাদদেশের দুর্গম মিয়াগদি জেলার একটি এলাকায় বনের মধ্যে আগুন জ্বলার খবর পেয়ে পুলিশের একটি দলকে সেখানে পাঠানো হয়। দুটি হেলিকপ্টারও তল্লাশিতে অংশ নেয়। নেপাল সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তারা বাহাদুর কর্কি জানান, চার ঘণ্টা অনুসন্ধানের পর উড়োজাহাজটির ডানা ও পিছনের অংশ খুঁজে পেয়েছেন তারা। ক্রুসহ ২৩ জন আরোহী ছিলেন। নিহত যাত্রীদের মধ্যে চীন ও কুয়েতের দুই নাগরিক ছাড়াও দুটি শিশু ছিল বলে স্থানীয় পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন। নেপালের বিমান পরিবহনমন্ত্রী আনন্দ প্রসাদ পোখরেল জানান, মিয়াগদি জেলার কেকারদি বুট্টা বনে উড়োজাহাজটির ধ্বংসাবশেষ পাওয়া যায়। এএফপি, বিবিসি।

সর্বশেষ খবর