বুধবার, ২ মার্চ, ২০১৬ ০০:০০ টা

হিলারি-ট্রাম্পের মহাপরীক্ষা

যুক্তরাষ্ট্রে ডেমোক্র্যাটিক ও রিপাবলিকান পার্টির সমর্থকেরা আজ ভোরে ১১টি অঙ্গরাজ্যে নিজ নিজ দলের  প্রেসিডেন্ট প্রার্থী বাছাইয়ে অংশ নিয়েছেন। ‘সুপার টুইসডে’ হিসেবে পরিচিত এই দিনের নির্বাচনে দুই দলের শীর্ষ প্রার্থী হিলারি ক্লিনটন ও ডোনাল্ড ট্রাম্প বিপুল ব্যবধানে জয়লাভ করবেন বলে সিএনএনের সবশেষ জাতীয় জনমত জরিপে আভাস দেওয়া হয়েছে। যদিও এতক্ষণে জানা গেছে কারা কারা বিজয়ী হয়েছেন। তবে ‘সুপার টুইসডের’ আগের দিন সোমবার রিপাবলিকান দলীয় মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পের একটি সমাবেশে বিঘ্ন ঘটিয়েছেন ‘উত্ত্যক্তকারীরা’। দেশটির ভার্জিনিয়া অঙ্গরাজ্যের র‌্যাডফোর্ডে এ ঘটনা ঘটে। উত্ত্যক্তকারীদের মধ্যে ‘ব্ল্যাক লাইফ ম্যাটার’ আন্দোলনের কিছু কর্মীসহ অনেক প্রতিবাদকারীও ছিলেন। রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে সবচেয়ে এগিয়ে থাকা ট্রাম্প বিভাজনের বীজ বপন করছেন, দীর্ঘদিন ধরে এমন অভিযোগ করা হলেও এই সমাবেশে তা প্রকাশ পায়। সিএনএনের ওই জরিপ অনুযায়ী, ডেমোক্র্যাটিক দলের মনোনয়ন প্রত্যাশী হিলারি তার একমাত্র প্রতিদ্বন্দ্বী সিনেটর বার্নি স্যান্ডার্সের তুলনায় ১৭ শতাংশ পয়েন্টে এগিয়ে ছিলেন।

সর্বশেষ খবর