শুক্রবার, ১১ মার্চ, ২০১৬ ০০:০০ টা

আবার ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া

আবার ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া

উত্তর কোরিয়া সমুদ্রে আবার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তবে এগুলো স্বল্পপাল্লার। দক্ষিণ কোরিয়ার  সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, গতকাল ভোরে পূর্ব উপকূলবর্তী শহর ওনসান থেকে স্বল্পপাল্লার দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে উত্তর কোরিয়া। ক্ষেপণাস্ত্র দুটি প্রায় ৫০০ কিলোমিটার (৩০০ মাইল) উড়ে গিয়ে বিস্ফোরিত হয়। উত্তর কোরিয়ার হাতে প্রচুর স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে।  দেশটি এখন দূরপাল্লার ও আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের উন্নতি ঘটাচ্ছে। জানুয়ারিতে উত্তর কোরিয়ার চতুর্থবারের মতো হাইড্রোজেন বোমার পরীক্ষা এবং ফেব্রুয়ারিতে দূরপাল্লার রকেট উেক্ষপণের কারণে আগে থেকেই  কোরিয়া উপদ্বীপে উত্তেজনা বিরাজ করছে। ওই ঘটনার পর জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র দেশটির ওপর নতুন করে আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এদিকে মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম (এমএলআরএস) ব্যবহার করে গত সপ্তাহে নেতা কিম জং ?উনের তত্ত্বাবধানে ওনসান থেকে সমুদ্রে ছয়টি রকেট নিক্ষেপ করে উত্তর কোরিয়া। এ ছাড়া নিজেদের সেনাবাহিনীকে যে কোনো ধরনের আক্রমণ প্রতিহত করার জন্য প্রস্তুত থাকার নির্দেশও দিয়েছেন কিম। উত্তর কোরিয়ার কাছে পরমাণু অস্ত্রের ক্ষুদ্র সংস্করণ রয়েছে এবং তা ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের মাধ্যমে উেক্ষপণ করা সম্ভব। বুধবার রাষ্ট্রীয় গণমাধ্যমে এ দাবি করেন কিম। এএফপি, বিবিসি।

সর্বশেষ খবর