শুক্রবার, ১১ মার্চ, ২০১৬ ০০:০০ টা

ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি হিলারির

ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক দলের সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটন। ইরানের ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে কেন্দ্র করে এ আহ্বান জানান তিনি। তিনি বলেন, তার ভাষায়, এ জাতীয় তত্পরতার জন্য ইরানকে নিষেধাজ্ঞার মোকাবিলা করা উচিত। এ ছাড়া ইসরায়েলকে ইরান সহ্য করা হবে না বলে যে হুমকি দিয়েছে তাও আন্তর্জাতিক সম্প্রদায়ের দেখিয়ে দেওয়া উচিত বলে দাবি করেন তিনি। ইরান ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে স্বাক্ষরিত পরমাণু চুক্তি লঙ্ঘন করেনি বলে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসন যে বক্তব্য দিয়েছে হিলারির আহ্বান সে নীতির বিরোধী। ইরানের ইসলামী গার্ড বাহিনী বা আইআরজিসি সম্প্রতি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। দেশটির  প্রতিরক্ষা নীতি অনুযায়ী এ পরীক্ষা চালানো হয়। এএফপি।

সর্বশেষ খবর