শুক্রবার, ১১ মার্চ, ২০১৬ ০০:০০ টা

ব্রিটেনকে ইইউ না ছাড়ার পরামর্শ স্টিফেন হকিংয়ের

ব্রিটেনকে ইইউ না ছাড়ার পরামর্শ স্টিফেন হকিংয়ের

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের চলে যাওয়াটা দুঃখজনক হবে বলে মন্তব্য করলেন পদার্থবিদ স্টিফেন হকিং।  বিশ্বের আরও ১৫০ জনেরও বেশি শীর্ষ বিজ্ঞানীর সঙ্গে তিনিও ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়নে থাকার পক্ষে অবস্থান করছেন। গতকাল  দ্য টাইমস সংবাদ মাধ্যমে এক চিঠিতে স্টিফেন হকিংসহ আরও তিন নোবেল বিজয়ী বিজ্ঞানী যুক্তরাজ্যকে ইইউ ত্যাগ না করার পরামর্শ দিয়েছেন। তারা জানান, ‘প্রথমত ইউরোপে যুক্তরাজ্যের কারণে বিজ্ঞানে অনেক ফান্ড তৈরি হয়েছে। দ্বিতীয়ত, ইউরোপে অনেক মেধাবী ও সেরা গবেষকরা থাকেন। ইইউর ভিসা সুবিধার কারণে তারা গবেষণার কাজে সুবিধা পান।’ চলতি বছরের জুনেই গণভোটে নির্ধারিত হবে যুক্তরাজ্য ইইউ এ থাকছে কিনা। অনলাইন।

সর্বশেষ খবর