শুক্রবার, ১১ মার্চ, ২০১৬ ০০:০০ টা

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুলার বিরুদ্ধে অভিযোগ গঠন

অর্থ আত্মসাতের অভিযোগে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার (৭০) বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন দেশটির প্রসিকিউটররা। কর্তৃপক্ষের বরাত দিয়ে গতকাল এ তথ্য জানানো হয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে। তবে অর্থ আত্মসাতের এ অভিযোগ বরাবরই প্রত্যাখ্যান করে এসেছেন লুলা। তার মতে, রাজনৈতিকভাবে তাকে হেয় করতেই এভাবে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। ব্রাজিলের রাষ্ট্রীয় পেট্রোলিয়াম প্রতিষ্ঠান পেট্রোবাস-এর অর্থ কেলেঙ্কারির তদন্ত করতে গিয়ে লুলার বিষয়টি উঠে আসে। এরপর থেকেই গুয়ারুজায় সমুদ্র-তীরবর্তী বিলাসবহুল পেন্টহাউসের ব্যাপারে প্রশ্নের মুখোমুখি হচ্ছেন তিনি ও তার স্ত্রী ম্যারিসা লেটিসিয়া। এর আগে সাও পাওলোর প্রসিকিউটররা ১৬ ব্যক্তির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ গঠন করেন। সে তালিকায় লুলার ছেলেও আছেন। লুলার বিরুদ্ধে অভিযোগে বলা হয়েছে, ব্রাজিলের সবচেয়ে বড় নির্মাণ প্রতিষ্ঠান ওএএস সমুদ্র-তীরবর্তী তার বিলাসবহুল পেন্টহাউসটিতে ব্যাপক সংস্কারের কাজ করেছে। দাফতরিকভাবে পেন্টহাউসটির মালিকানা ওএএস-এর কিনা, এখন তা জানতেই তদন্ত চলছে। বিবিসি।

সর্বশেষ খবর