শুক্রবার, ১১ মার্চ, ২০১৬ ০০:০০ টা

‘সবচেয়ে ব্যয়বহুল’ শহর সিঙ্গাপুর

‘বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর’ এখন সিঙ্গাপুর। দ্য ইকোনমিস্ট ইন্টিলিজেন্স ইউনিটের করা ওই সূচকে সিঙ্গাপুর ‘খরুচে শহরের’ তালিকায় প্রথমে রয়েছে। শহরটি টোকিও জুরিখ, হংকং, জেনেভা ও প্যারিসকে হারিয়ে দিয়েছে এই স্থান দখল করেছে। নিউইয়র্ক শহরের তুলনায় অন্য শহরে জীবনযাপনের খরচ কেমন, এ বিবেচনায় মোট ১৩৩টি শহরের মধ্যে এই জরিপ চালায় ইআইইউ। ব্যয়বহুলের তালিকায় লন্ডন ও নিউইয়র্কের স্থান হয়েছে যথাক্রমে ষষ্ঠ ও সপ্তম। সবচেয়ে ‘সস্তা’ শহর হিসেবে জাম্বিয়ার রাজধানী লুসাকার নাম এসেছে। এরপরই আছে ভারতের ব্যাঙ্গালুরু ও মুম্বাই। তালিকার ‘সস্তা’ ১০টি শহরের ৫টিরই অবস্থান ভারত ও পাকিস্তানে। ইআইইউ’র ওই সূচকে ২০১৫ সালকে বিশ্ব অর্থনীতির জন্য ‘ভয়াবহ অস্থিতিশীল’ বছর ছিল বলে উল্লেখ করেছেন গবেষকরা। গবেষকরা বলেন, ২০১৫ সালে ‘খরুচে শহর’ হওয়া সিঙ্গাপুরের জীবনযাত্রার খরচ বছরখানেক আগেও নিউইয়র্কের চেয়ে ১০ শতাংশ কম ছিল। বিবিসি।

সর্বশেষ খবর