শুক্রবার, ১১ মার্চ, ২০১৬ ০০:০০ টা

আদালতের আদেশে জাপানে পারমাণবিক চুল্লি বন্ধ

জাপানে একটি পারমাণবিক প্রকল্পের দুটি চুল্লি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে দেশটির একটি আদালত। গতকাল সকালে তা বন্ধ করা হয়েছে। এর আগে বুধবার জাপানের ফুকুই প্রদেশের তাকাহামা পারমাণবিক কেন্দ্রের ৩ ও ৪ নাম্বার চুল্লি বন্ধের নির্দেশ জারি করা হয়। ফুকুশিমা পারমাণবিক বিদ্যুেকন্দ্রে বিপর্যয়ের পঞ্চম বর্ষপূর্তির দুদিনে আগের এই নির্দেশে তাকাহামা পারমাণবিক বিদ্যুেকন্দ্রের নিয়ন্ত্রক কানসায় ইলেক্ট্রিক পাওয়ার কোম্পানি বুধবার রাত ৮ টায় ৩ নাম্বার চুল্লি বন্ধের কাজ শুরু করে। চলতি বছরের ২৯ জানুয়ারি এ প্রকল্পের চুল্লি দুটি চালুর পর স্থানীয় কয়েকজন বাসিন্দা অসু জেলা আদালতে ‘পারমাণবিক বিপর্যয়’ আশঙ্কার অভিযোগ  তোলে। এরপর আদালত বিষয়টি আমলে নিয়ে প্রথমবারের মতো পারমাণবিক চুল্লি বন্ধে সরকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে। সিএনএন।

সর্বশেষ খবর