শনিবার, ১২ মার্চ, ২০১৬ ০০:০০ টা

তৃণমূলের নির্বাচনী ইশতেহার ঘোষণা

কলকাতা প্রতিনিধি

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ইশতেহার ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। গতকাল দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটে বাসা সংলগ্ন দলীয় কার্যালয়ে ইশতেহার প্রকাশ করেন। তৃণমূল নেত্রী ছাড়াও এ সময় উপস্থিত ছিলেন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, সাংসদ মুকুল রায়, সুব্রত বক্সী, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায় প্রমুখ। পশ্চিমবঙ্গে পুনরায় ক্ষমতায় এলে তৃণমূল কংগ্রেস কী করবে তারই একটি আগাম চিত্র দেওয়া হয়েছে। ইশতেহার প্রকাশ করে মমতা বলেন, আমরা প্রতিশ্রুতি কম দি, কাজ বেশি করি। তিনি আরও বলেন, সীমিত আর্থিক ক্ষমতার মধ্য দিয়ে রাজ্যে যে উন্নয়ন করে চলেছি সেই ধারাবাহিকতা অক্ষুণ্ন থাকবে। পরিকাঠামো উন্নয়নে জোর দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর