শনিবার, ১২ মার্চ, ২০১৬ ০০:০০ টা
জাপানে সুনামি

পাঁচ বছরেও কাটেনি সেই ধাক্কা

২০১১ সালের ১১ মার্চ। প্রশান্ত মহাসাগরে আঘাত হানা ৯ মাত্রার প্রলয়ঙ্করী  ভূমিকম্পে কেঁপে ওঠে জাপান। ভূমিকম্পের প্রভাবে দেখা দেয় ভয়ঙ্কর সুনামি। সেই সুনামির তোড়ে ভেসে যায় বহু প্রাণ, ঘরবাড়ি, স্থাপনা। মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় ফুকুশিমা পারমাণবিক বিদ্যুেকন্দ্র, ছড়িয়ে পড়ে ক্ষতিকর তেজস্ক্রিয় রশ্মি। গতকাল সেই ভয়াবহ ভূমিকম্প-সুনামির পাঁচ বছর হলো। ওই দুর্যোগে প্রায় ১৮ হাজার মানুষ নিহত ও নিখোঁজের ঘটনা ঘটে। ১৯৮৬ সালে চেরনোবিলের ভয়াবহ পারমাণবিক দুর্যোগের পর এমন বিপর্যয়ের মুখোমুখি হয় জাপান। তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ায় সেখানকার হাজারো বাসিন্দার অন্যত্র সরিয়ে নেওয়া হয়। বিবিসি।

সর্বশেষ খবর