শনিবার, ১২ মার্চ, ২০১৬ ০০:০০ টা
সংক্ষেপে

আরব লীগের নতুন মহাসচিব

মিসরের সাবেক পররাষ্ট্রমন্ত্রী আহমেদ আবুল গেইত (৭৩) আরব লীগের মহাসচিব নির্বাচিত হয়েছেন। ২২ দেশকে নিয়ে গঠিত আরব লীগ বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে  এ তথ্য জানায়। আবুল গেইত ২০০৪ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত মিসরের ক্ষমতাচ্যুত শাসক হোসনি মোবারকের মন্ত্রিসভায় পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। গণঅভ্যুত্থানে মোবারক সরকারের পতন হলে গেইতের মন্ত্রিত্ব চলে যায়। এরপর রাজনীতিতে নিষ্ক্রিয় ছিলেন তিনি। আরব লীগের সদর দফতর মিসরের রাজধানী কায়রোয় অবস্থিত। আরব লীগের ৮০ বছর বয়সি বর্তমান মহাসচিব নাবিল আল-আরাবির মেয়াদ আগামী জুলাই মাসে শেষ হবে।  আলজাজিরা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর