শনিবার, ১২ মার্চ, ২০১৬ ০০:০০ টা
লিবিয়ায় হস্তক্ষেপ

ক্যামেরন, সারকোজির সমালোচনায় ওবামা

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, লিবিয়ায় ২০১১ সালে ন্যাটো নেতৃত্বাধীন সামরিক হস্তক্ষেপের সময় ব্রিটিশ নেতা ডেভিড ক্যামেরন  দেশটির ওপর থেকে মনোযোগ সরিয়ে নিয়েছিলেন এবং ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি তার দেশের ভূমিকা সম্প্রসারণ করতে  চেয়েছিলেন। বৃহস্পতিবার দি আটলান্টিক ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে ওবামা তার ঘনিষ্ঠ দুই মিত্রের সমালোচনা করতে ছাড়েননি। তিনি লিবিয়ায় ব্রিটিশ ও ফ্রান্সের নেতৃত্বাধীন বোমা অভিযানের পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। ওই অভিযানের পরিপ্রেক্ষিতে দেশটির সাবেক নেতা মোয়াম্মার গাদ্দাফির পতন হয়। ওবামা বলেন, লিবিয়ায় সামরিক অভিযানের পর ক্যামেরন দেশটির প্রতি মনোযোগ দেওয়া বন্ধ করে দিয়ে অন্যান্য বিষয়ের প্রতি দৃষ্টি দিয়েছিলেন এবং ফ্রান্সের প্রেসিডেন্ট সারকোজির লিবিয়ায় তার দেশের বিমান অভিযান নিয়ে আত্মতুষ্টিতে ছিলেন। এএফপি

সর্বশেষ খবর