শনিবার, ১২ মার্চ, ২০১৬ ০০:০০ টা

সিরিয়ায় পাঁচ বছরে নিহত পৌনে তিন লাখ

সিরিয়ায় পাঁচ বছর আগে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর এ পর্যন্ত কমপক্ষে ২ লাখ ৭০ হাজার মানুষ নিহত হয়েছে। আর জনসংখ্যার অর্ধেকেরও বেশি উদ্বাস্তু। দেশটির বিরাট অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। প্রায় ৪৭ লাখ লোক পাশের দেশগুলোয় পালিয়ে গেছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য দিয়ে বলেছে, নিহতের মধ্যে প্রায় ২৪ হাজার শিশু ও ৮০ হাজার বেসামরিক নাগরিক। তবে আশঙ্কা করা হচ্ছে, সরকার বিদ্রোহী বা জিহাদিদের হাতে আটক অবস্থায় অজ্ঞাতসংখ্যক লোক নিহত হওয়ায় এ সংখ্যা আরও বেশি হতে পারে। সেভ দ্য চিলড্রেন বলেছে, অন্তত আড়াই লাখ শিশু অবরুদ্ধ অবস্থায় বাস করছে। এএফপি

সর্বশেষ খবর