রবিবার, ১৩ মার্চ, ২০১৬ ০০:০০ টা

প্রতিবাদের মুখে ট্রাম্পের সমাবেশ বাতিল

প্রতিবাদের মুখে ট্রাম্পের সমাবেশ বাতিল

তীব্র প্রতিবাদের মুখে শিকাগোতে জনসভা বাতিল করেছেন যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিক দলীয় মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প। প্রতিবাদ থেকে সহিংসতা ছড়াতে পারে এমন আশঙ্কা থেকে পুলিশের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প জনসভাটি বাতিল করার সিদ্ধান্ত নেন বলে ট্রাম্পের প্রচারণা শিবির থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়। শুক্রবার রাতে ইলিনয় বিশ্ববিদ্যালয়ের এক মিলনায়তনে জনসভাটি হওয়ার কথা ছিল। কিন্তু ট্রাম্প উপস্থিত হওয়ার কয়েক ঘণ্টা আগেই জনসভাস্থলের বাইরে কয়েকশ প্রতিবাদকারী জড়ো হন। এরই মধ্যে মিলনায়তনের ভিতরে পতাকা প্রদর্শন করে স্লোগানরত সমর্থক ও প্রতিবাদকারীরা পরস্পরের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন। ট্রাম্পের সমর্থকরা তার পক্ষে স্লোগান দেওয়ার সময় কয়েকজন প্রতিবাদকারী ডেমোক্রেটিক পার্টির অন্যতম প্রেসিডেন্ট মনোনয়ন প্রত্যাশী বার্নি স্যান্ডার্সের পক্ষে স্লোগান তোলেন। এ সময় বেশ কয়েক দফা সহিংস মারামারির ঘটনা ঘটে। এসব মারামারির কোনো কোনোটি শুরুই করেন ট্রাম্পের সমর্থকরা। তারা প্রতিবাদকারীদের হাত থেকে পতাকা কেড়ে নেওয়ার চেষ্টা করলে সংঘর্ষ শুরু হয়। বিবিসি।

সর্বশেষ খবর