শিরোনাম
শনিবার, ১৯ মার্চ, ২০১৬ ০০:০০ টা

ভারত-পাকিস্তান আলোচনা বরফ কিছুটা গলেছে

দিল্লির চিঠি

ঋতুপর্ণা রায়

ফের পালে কিছুটা বাতাস লাগল পাঠানকোট তদন্তের। সেই সঙ্গে ভারত ও পাকিস্তানের দ্বিপক্ষীয় আলোচনার জন্য আনুষ্ঠানিকভাবে আবারও একটি চেষ্টা শুরু হলো নেপালের মাটিতে। পোখরায় সার্ক পররাষ্ট্রমন্ত্রী সম্মেলনের পার্শ্ববৈঠকে মিলিত হলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ও পাকিস্তানের প্রধানমন্ত্রীর বিদেশনীতিবিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ। বৈঠকের পর স্থির হয়েছে ২৭ মার্চ পাঠানকোট তদন্তে নয়াদিল্লি আসছে পাকিস্তানের বিশেষ তদন্তকারী দল। তদন্তের স্বার্থে ওই প্রতিনিধিদলের সদস্যদের সর্বত্র যাওয়ার ছাড়পত্রও দিয়েছে ভারত। দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন, ‘আমরা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি পাকিস্তানের তদন্তকারী দলের সফরে সবরকম সহযোগিতা করার। প্রায় আড়াই মাস বাদে, অর্থাৎ পাঠানকোট হামলার পর এই প্রথম আনুষ্ঠানিক শীর্ষ পর্যায়ের বৈঠক হলো ভারত ও পাকিস্তানের। কূটনৈতিক শিবিরের মতে চলতি পরিস্থিতির প্রেক্ষাপটে এ বৈঠক যথেষ্ট ইতিবাচক ও গুরুত্বপূর্ণ।

সর্বশেষ খবর