শিরোনাম
শনিবার, ১৯ মার্চ, ২০১৬ ০০:০০ টা
ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার

পাকিস্তান ছাড়লেন মোশাররফ

পাকিস্তান ছাড়লেন মোশাররফ

পাকিস্তানের সাবেক সেনাশাসক জেনারেল পারভেজ মোশাররফ পাকিস্তান ছেড়েছেন। তিনি চিকিৎসার জন্য দুবাই গেছেন। মূলত সুপ্রিমকোর্ট তার ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার একদিন পর তিনি পাড়ি জমালেন দেশের বাইরে। মোশাররফের আইনজীবীর বরাতে গতকাল বিবিসি বলছে, তার জরুরিভিত্তিতে বিশেষ চিকিৎসার প্রয়োজন যা পাকিস্তানে সম্ভব নয়। ২০১৩ সালে স্বেচ্ছানির্বাসন থেকে পাকিস্তানের জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার জন্য ফিরেছিলেন মোশাররফ। কিন্তু দেশে আসার পরই তার ক্ষমতায় থাকাকালীন বেশকিছু অপরাধের অভিযোগে আইনি লড়াইয়ের মুখোমুখি হতে হয়। দুবাই যাওয়ার আগে তিনি সাংবাদিকদের বলেন, আইনি লড়াই চালানোর জন্য তিনি দ্রুত আবার ফিরে আসবেন। স্থানীয় গণমাধ্যমকে তিনি বলেন, আমি একজন কমান্ডো। আমি দেশকে ভালোবাসি। কয়েক সপ্তাহ বা মাস পর আমি আবার ফিরে আসব। ২০০৭ সালে পাকিস্তানে জরুরি অবস্থা জারি এবং একই বছর দেশটির সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর হত্যাকাণ্ডের সঙ্গে মোশাররফের বিরুদ্ধে চলা মামলাগুলোর সম্পৃক্ততা রয়েছে। অবশ্য ৭০ বছর বয়সী মোশাররফ তার বিরুদ্ধে আনা সব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। বিবিসি।

সর্বশেষ খবর