সোমবার, ২১ মার্চ, ২০১৬ ০০:০০ টা

শরণার্থী স্রোত থামেনি

ইইউ-তুরস্ক চুক্তি কার্যকর

ইউরোপগামী শরণার্থীদের ফেরত নেওয়া সংক্রান্ত ইউরোপীয় ইউনিয়ন ও তুরস্কের মধ্যে চুক্তি আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে। এরপরও শরণার্থী স্রোত থামছে না। এই চুক্তির আওতায় গ্রিস থেকে শরণার্থীদের একাংশকে ফেরত নেওয়ার বিনিময়ে তুরস্ককে বিভিন্ন সুবিধা দেওয়ার প্রতিশ্রতি দিয়েছে ইইউ। কিন্তু এই চুক্তি কার্যকর হওয়ার সময়েও লিবিয়ার পশ্চিম উপকূলে চারটি নৌকা থেকে শনিবার ৬০০ শরণার্থীকে উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ইতালির কোস্টগার্ড দাবি করেছে, ওইদিন সিসিলি প্রণালি থেকে পৃথক চারটি অভিযান চালিয়ে ৯০০ এর বেশি শরণার্থীকে তারা উদ্ধার করেছে।  এদিকে গতকাল থেকে ইইউ-তুরস্ক চুক্তি কার্যকর হওয়ায় এখন থেকে যেসব শরণার্থী গ্রিসে যাওয়ার পর আশ্রয়ের জন্য আবেদন করবেন না অথবা যাদের আশ্রয় আবেদন প্রত্যাখ্যান করা হবে তাদের তুরস্কে ফেরত পাঠানো হবে। এই চুক্তির অধীনে তুরস্কে অবস্থানরত ৭২ হাজার সিরীয় শরণার্থীকে বসবাসের ব্যবস্থা করে দেবে ইইউ। বিবিসি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর