মঙ্গলবার, ২৯ মার্চ, ২০১৬ ০০:০০ টা

আরও হামলার হুমকি দিয়ে ভিডিও ছাড়ল আইএস

ব্রাসেলসে হামলার পর ইউরোপে আবারও ভয়াবহ হামলার হুমকি দিয়ে দুটি ভিডিও ছেড়েছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। সতর্কতামূলক ওই ভিডিও দুটিতে বলা হয়েছে, ব্রাসেলসে হামলার মধ্যদিয়ে তাদের সন্ত্রাসী হামলা সবেমাত্র শুরু হয়েছে। বেলজিয়ামের টেলিভিশন আরটিবিএফ এ খবর দিয়েছে।

খবরে বলা হয়, ওই ভিডিও দুটি পাঠানো হয়েছে বেলজিয়ামের পত্রিকা লি সোয়েরে। তাতে দেখা যায় সিরিয়া ও ইরাক থেকে  সেনা প্রত্যাহারের জন্য পশ্চিমা দেশগুলোকে নির্দেশ দিচ্ছে আইএস সদস্য। একটি ভিডিওতে তাদের একজন বলছে, তাদের (পশ্চিমা দেশ) বল তাদের বিমান ও সেনাবাহিনীকে প্রত্যাহার করে নিতে। তাহলেই তোমরা শান্তিতে থাকতে পারবে। ভয়াবহতা সবে শুরু হয়েছে। আমরা আবারও আসব আরও বেশি সক্ষমতা নিয়ে। এক বছর আগে দেওয়া আমার বার্তাটির কথা স্মরণ কর। তখন ঘোষণা দিয়েছিলাম, আমরা প্যারিসে ও ব্রাসেলসে হামলা চালাব। আমরা তা অর্জন করেছি। এখন আমাদের সামনে আরও টার্গেট আছে। উল্লেখ্য, গত মঙ্গলবার ব্রাসেলসে একাধিক স্থানে বোমা হামলা চালায় জঙ্গিরা। যার দায় স্বীকার করেছে আইএস। আর গত বছরের নভেম্বরে হামলা হয় প্যারিসে।

সর্বশেষ খবর