মঙ্গলবার, ২৯ মার্চ, ২০১৬ ০০:০০ টা
অন্য খবর

আজানের সময় বক্তৃতা বন্ধ রাখলেন মোদি

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে গতকাল বিজেপির পক্ষে প্রচারণা জনসভায় ভাষণ দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সময়ে পাশের মসজিদ থেকে ভেসে আসে আজানের সুর। আর আজান শোনার সঙ্গে সঙ্গে মোদি তার বক্তৃতা থামিয়ে দেন। রবিবার পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনিপুর জেলার খড়গপুড়ের বিএনআর ময়দানে এ ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোদির বক্তৃতার সময় নিকটবর্তী মসজিদে আজান শুরু হয়। সঙ্গে সঙ্গেই তিনি বক্তৃতা থামিয়ে চুপ করে আজান শেষ হওয়ার অপেক্ষায় থাকেন। এ সময় ময়দানে উপস্থিত  মানুষ তাকে বক্তৃতা শুরু করার আহ্বান জানালেও হাত উঠিয়ে মোদি তাদের শান্ত থাকতে বলেন। তিনি বলেন, ‘ক্ষমা করবেন। আজান চলছে। আমার কারণে কারও প্রার্থনায় কোনো সমস্যা হওয়া উচিত নয়, তাই আমি কয়েক মিনিট অপেক্ষা করছি।’ এনডিটিভি।

সর্বশেষ খবর