বুধবার, ৩০ মার্চ, ২০১৬ ০০:০০ টা

পাঠানকোট ঘাঁটিতে পাকিস্তানি তদন্ত দল

কংগ্রেস ও এএপির বিক্ষোভ

ভারতের পাঠানকোট সামরিক বিমানঘাঁটিতে গত জানুয়ারি মাসের জঙ্গি হামলার তদন্তে পাকিস্তান থেকে যে যৌথ তদন্তকারী দল ভারতে এসেছে, তারা গতকাল  ওই বিমানঘাঁটির আক্রান্ত অংশ পরিদর্শন করেন। এদিকে পাকিস্তানের তদন্তকারী দলকে কেন পাঠানকোটে ঢুকতে দেওয়া হল, এই প্রশ্ন তুলে সকাল থেকেই বিমানঘাঁটির সামনে তুমুল বিক্ষোভ  দেখিয়েছে কংগ্রেস, আম-আদমি পার্টির মতো বিরোধী দল। সরকারও এই প্রশ্নে তাদের অস্বস্তি পুরোপুরি গোপন করতে পারছে না, তবে শাসক দল বিজেপির সভাপতি অমিত শাহ দাবি করেছেন, এই প্রথম পাকিস্তান কোনো জঙ্গি হামলার ‘সিরিয়াস’ তদন্ত করছে। পাঁচ সদস্যের পাকিস্তানি তদন্তকারী দলকে যখন পাঠানকোট বিমানঘাঁটির পেছনের একটা অংশ ঘুরিয়ে দেখানো হয় তখন মূল প্রবেশপথের সামনে তীব্র বিক্ষোভ করেন বিরোধী কংগ্রেস ও আম-আদমি পার্টির নেতা-কর্মীরা। তাদের বক্তব্য ছিল, ভারতে যাবতীয় জঙ্গি হামলার জন্য এতদিন যে পাকিস্তানকে দায়ী করা হয়ে এসেছে, তারা পাঠানকোট হামলার কী তদন্ত করবে? কংগ্রেস নেতা অনিল ভিজের কথায়, ‘মোদি সরকার আর পাকিস্তান মিলে দেশের লোককে বুদ্ধু বানাচ্ছে। সবাই জানে, পাকিস্তান কীভাবে জঙ্গিবাদে মদদ দিয়ে আসছে। হামলা চালিয়েছে যারা, তারা আবার কীসের তদন্ত করবে? এদেরকে আমরা বিমানঘাঁটির ভিতরে ঢুকতে দিয়ে কী দেখাতে চাইছি?’ বিবিসি।

সর্বশেষ খবর