বুধবার, ৩০ মার্চ, ২০১৬ ০০:০০ টা

সংক্ষেপে

লিফলেট আক্রমণ

দক্ষিণ কোরিয়ার একটি গ্রুপ প্রতিবেশী উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের নিন্দা জানিয়ে আকাশ থেকে হাজার হাজার লিফলেট ছিটিয়েছে। দুটো দেশের সীমান্ত এলাকায় বড় বড় হিলিয়াম বেলুনের করে এসব লিফলেট ছড়ানো হয়। এই গ্রুপটির নাম ফাইটার্স ফর ফ্রি নর্থ কোরিয়া। গত তিনদিনে এ রকম ঘটনা দ্বিতীয়বারের মতো ঘটল। এসব লিফলেট ছিটানোয় উত্তর কোরিয়া এর আগেও ক্ষোভ প্রকাশ করে তাদের বিরুদ্ধে সামরিক প্রতিশোধের হুমকি দিয়েছে। পরমাণু কর্মসূচিকে ঘিরে দুটো দেশের উত্তেজনার মধ্যেই এসব লিফলেট ছিটানো হলো। এএফপি।

 

 

জাহাজ হাইজ্যাক

ফিলিপাইনের জলসীমায় তাদের একটি জাহাজ হাইজ্যাকের শিকার হয়েছে বলে দাবি করেছে ইন্দোনেশীয় কর্তৃপক্ষ। সেই সঙ্গে তাদের ১০ নাবিককে জিম্মিও করা হয়েছে। গতকাল দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। ফিলিপাইনভিত্তিক জঙ্গিগোষ্ঠী আবু সায়াফ জিম্মি ১০ জনের মুক্তিপণ দাবি করেছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। অপহৃত এসব নাবিক ইন্দোনেশিয়ার  বোর্নিও দ্বীপ থেকে কয়লা বোঝাই দুটি নৌকা করে ফিলিপাইন যাচ্ছিল। তবে ঠিক কখন তাদের অপহরণ করা হয় তা পরিষ্কার জানা না গেলেও  নৌকার মালিকের কাছে জঙ্গিরা শনিবার মুক্তিপণ  চেয়ে ফোন করেছে বলে দেশটির পররাষ্ট্রমন্ত্রণালয় সূত্র দাবি করেছে। এএফপি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর