শুক্রবার, ১ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

গুয়ানতানামো বন্দীশিবির বন্ধের সর্বশেষ উদ্যোগ ওবামার

গুয়ানতানামো বন্দীশিবির বন্ধের সর্বশেষ উদ্যোগ ওবামার

কিউবার গুয়ানতানামো বন্দীশিবির থেকে অন্তত এক ডজন বন্দীকে খুব শিগগিরই বিভিন্ন দেশে পাঠাবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর পেন্টাগন। এসব বন্দীকে গ্রহণ করতে দুটি দেশ সম্মতি দিয়েছে। তবে কোন দুটি দেশ এসব বন্দীকে নেবে সে সম্পর্কে কিছু জানায়নি প্রতিষ্ঠানটি। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কুখ্যাত এই বন্দীশিবির বন্ধ করে দেওয়ার ক্ষেত্রে এটাই সর্বশেষ উদ্যোগ। ওবামার নির্বাচনী ওয়াদা ছিল এই বন্দীশিবির বন্ধের। গেল মাসে কিউবা সফর করেন ওবামা। কিউবা কর্তৃপক্ষ দাবি করেছে, গুয়ানতানামো দ্বীপটি তাদের। অবৈধভাবে যুক্তরাষ্ট্র দ্বীপটি দখল করে এই বন্দীশিবির বানিয়েছে। কিউবা গুয়ানতানামো ফেরত দেওয়ারও আবেদন করেছে। ওই সফরের পরই যুক্তরাষ্ট্র গুয়ানতানামোর বন্দীদের বিভিন্ন দেশের উন্নত বন্দীশিবির বা মানসিক হাসপাতালে পাঠানোর উদ্যোগ নিয়েছে। কয়েক দিনের মধ্যেই প্রথম দফায় স্থানান্তর করা হবে বন্দীদের। এরপরের সপ্তাহগুলোতে বাকিদের স্থানান্তর করা হবে। এসব বন্দীর মধ্যে রয়েছেন ইয়েমেনের বন্দী তারিক বা’ওদাহ। তিনি এই বন্দীশিবিরে দীর্ঘদিন অনশন করছেন। এতে তার ওজন কমে গেছে অর্ধেক। এ বন্দীশিবির দেখাশোনা করে যুক্তরাষ্ট্রের নৌ বাহিনী। সেখানে এখন ৯১ জন বন্দী আছেন। বিবিসি

সর্বশেষ খবর