শুক্রবার, ১ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

ভোল পাল্টালেন ট্রাম্প

বিতর্কিত মন্তব্যে জুড়ি মেলা ভার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের হয়ে মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পের। এবার গর্ভপাত নিয়ে আবার বিতর্কিত মন্তব্য করে নিন্দার মুখে পড়েছেন তিনি। অবশ্য অবৈধ গর্ভপাত বিষয়ে প্রথমে চড়া সুর আরোপ করে সমালোচনার মুখে পিছু হটে এখন নমনীয় মনোভাব দেখাচ্ছেন। বুধবার এক টেলিভিশন সাক্ষাৎকারে প্রশ্নোত্তরের একপর্যায়ে গর্ভপাতের বিষয়ে তিনি বলেন, অবৈধ গর্ভপাতের জন্য নারীদের শাস্তি দিতে হবে। শেষ পর্যন্ত সুর বদলালেন তিনি। মন্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই নতুন করে ট্রাম্প বললেন, গর্ভপাত করাতে সাহায্য করেন যেসব চিকিৎসক তাদের শাস্তি দেওয়া উচিত।  সাক্ষাৎকারে প্রশ্নোত্তরের একপর্যায়ে অনুষ্ঠানের উপস্থাপক ট্রাম্পকে জিজ্ঞেস করেন, যুক্তরাষ্ট্রে নিষিদ্ধের পর গর্ভপাতের জন্য নারীদের শাস্তি দেওয়ার বিষয়টিকে কি আপনি সমর্থন করেন? জবাবে তিনি বলেন, গর্ভপাত করালে নারীদের শাস্তি দেওয়া উচিত। এএফপি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর