শুক্রবার, ১ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

৬০ বছর পর দেশে ফিরল ৩৬ চীনা সেনার দেহাবশেষ

কোরীয় যুদ্ধের সূত্রপাত ঘটে ১৯৫০ সালের ২৫ জুন। দুই কোরিয়ার মধ্যবর্তী এ যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্র, তৎকালীন  সোভিয়েত ইউনিয়ন ও চীন। কোরিয়ার দক্ষিণাংশের পক্ষে লড়াইয়ে অংশ নেয় যুক্তরাষ্ট্রের সেনারা। আর সোভিয়েত ইউনিয়নের প্রত্যক্ষ সহায়তায় উত্তরাংশের পক্ষে অংশ নেয় চীনা সেনারা। এ যুদ্ধ শেষ হয়েছে ৬০ বছরেরও বেশি সময় হলো। কিন্তু দেশে ফেরা হয়নি নিহত ৩৬ চীনা  সেনার। ২০১৪ সালে দক্ষিণ কোরিয়ার সঙ্গে চীনের চুক্তি স্বাক্ষরের পর দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নে এ দেহাবশেষ প্রত্যাবর্তনের উদ্যোগ তৃতীয় প্রচেষ্টা। ৩৬ সেনার দেহাবশেষ ফিরিয়ে  দেওয়া উপলক্ষে সিউলে দক্ষিণ কোরীয় ও চীনা প্রতিরক্ষা কর্মকর্তাদের উপস্থিতিতে একটি অনুষ্ঠানের পর সেনাদের দেহাবশেষ বহনকারী বিশেষ বিমান চীনের শেনিয়াং শহরে উড়ে যায়।  বিবিসি।

সর্বশেষ খবর